সীতাকুণ্ডে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে সৈয়দপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

0
কামরুল ইসলাম দুলু:: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের(অনুর্ধ্ব-১৭) চুড়ান্ত খেলায় সৈয়দপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর ) বিকালে সীতাকুণ্ড হাই স্কুল মাঠে তারা বাঁশবাড়িয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়েছে।
গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্ণামেন্টে সীতাকুণ্ড পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়ন অংশগ্রহন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন এর পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব দিদারুল আলম এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন রেহান, শওকত আলী জাহাঙ্গীর, জাহেদ হোসেন নিজামী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, সীতাকুণ্ড ফুটবল কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর, সীতাকুণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক ভট্টাচার্য, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার সদস্য আমজাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, খেলাধুলায় উৎকর্ষ সাধনের মাধ্যমে তরুন ও যুব সমাজকে মাদক ও অশুভ কাজ হতে বিরত রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি উদ্যোগ। এ উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করতে হবে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল সৈয়দপুর ইউনিয়ন এবং রার্নার আপ  বাঁশবাড়িয়া ইউনিয়ন খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে সৈয়দপুর ইউনিয়ন একাদশের রনি দাশ।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.