সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত-৪০

0

সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরের ওয়াপদা গেইট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ৯ টার সময় ঢাকা–চট্টগ্রাম এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পরপরই মহাসড়কে চট্টগ্রামমুখি লেনে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। যার ফলে যানজটের সৃষ্টি হয়।

জানা যায় চট্টগ্রামমুখি ইউনিক পরিবহনের সাথে উল্টো পথে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি কড়াই গাছে সজোরে ধাক্কা দিয়ে আটকে যায়।

এসময় ইউনিক পরিবহনের ছাদের অংশ সম্পূর্ণ উড়িয়ে যায়। বাসে থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকা পড়ে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করে।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে এগিয়ে আসে। তারা বাসে থাকা প্রায় ৪০জন যাত্রীকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক আশংকাজনক হওয়ায় ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতদের কয়েকজনের হচ্ছে কাইয়ুম উদ্দিন (৭০) পিতা– সাত্তার মিয়া কুমিল্লা, ওয়াদুল করিম (৬৫) পিতা–সাত্তার মিয়া গাজীপুর, আবু সায়েম (২৪) পিতা– মো. ওয়াহেদ বোয়ালখালী, জুয়েল (২৯) পিতা– খোরশেদুল আলম হাটহাজারী, সাত্তার (২৩) পিতা– জামাল উদ্দিন হাটহাজারী, তাসরিম করিম (২৩) পিতা–ওবায়দুল করিম চট্টগ্রাম, নুরুল ইসলাম (৩৪) পিতা–জয়নাল আবেদিন হাটহাজারী, এহসানুল আলম (২৮) পিতা–আবুল বশর চট্টগ্রাম। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ওয়াসী আজাদ জানান, দুঘটনার খবর পেয়ে আমরা যাত্রীদের বাসের ভেতর থেকে উদ্ধার করি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.