সীতাকুণ্ডে বিজয়ের ৪৬তম বছর উদযাপন

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড :: সীতাকুণ্ডে প্রতিবারের মত এবারও উপজেলা প্রশাসনের আয়োজনের মহান বিজয় দিবস উদযাপন ২০১৭ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

সকাল ৬ টায় উপজেলা চত্বরে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৮টার সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন ।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে কুচকাওয়াজ ও দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জান, সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, মৎস্য অফিসার সেলিম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছাপা, নির্বাচন কর্মকর্তা পরাণটু চাকমা, আনসার ভিডিবি অফিসার মোঃ আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ্ আলম, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন পিপিএম।

সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে  উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়, এছাড়া বিভিন্ন খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো প্রদর্শন করা হয়। এদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বেলা ১২টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সন্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলী, পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম,উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আলিমুল্লাহ , সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দার হোসাইনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.