সীতাকুণ্ডে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

0

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড :: ”উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলন্ত্র,শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন ” এই স্লোগানকে সামনে রেখে সরকারের উন্নয়নকে জনগনের সামনে তুলে ধরতে সারাদেশের মতো সীতাকুণ্ডেও শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা।

আজ বৃহস্পতিবার  ১১ জানুয়ারী সকালে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। মেলা উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়।

মেলায় সরকারী বেসরকারী মিলিয়ে মোট ৪৮ টি স্টল অংশ গ্রহণ করে। এই উন্নয়ন মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

সাংসদ আলহাজ্ব দিদারুল আলম বলেন, দলমত নির্বিশেষে আমাদের কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যে উন্নয়ন দেশের তৃণমুল পর্যন্ত পৌছে দিচ্ছেন তা সবাই ভোগ করছে।

বিশেষ অতিথির বক্তব্য সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন বলেন, আমাদের জনগণের বক্তব্য দিতে হবে। আমাদের পরিহার করতে হবে রাজনৈতিক বক্তব্য । আমাদের বক্তব্যে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে আনাতে হবে কিভাবে জনপ্রতিনিধিরা সরকারের সেবা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি) কামরুজ্জামান । 

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমিত্র চক্রবর্তী,চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ভাটিয়ারীর নাজিম উদ্দিন, সৈয়দপুরের তাজুল ইসলাম নিজামী, মুরাদপুরের জাহেদ হোসেন বাবু, সোনাইছড়ির মনির আহমেদ। সীতাকুণ্ড উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.