সুস্বাদু পাকা কলার কেক

0

রান্নাঘর, সিটি নিউজ :: বাচ্চারা সাধারণত কেক খেতে খুব পছন্দ করে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম সুস্বাদু পাকা কলার রেসিপি।

যা যা লাগবে-

পাকা কলা-৩টা

ডিম-৩টা

ময়দা-১কাপ

চিনি-১/২কপ বা ইচ্ছামত

তেল-১কাপ

গুড়াদুধ-১কাপ

ফ্রুট কালার -লাল,সবুজ,ইচ্ছামত

বেকিং পাউডার -১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী-

প্রথমে কলা আর ডিম বিট করে নিতে হবে।

তারপর তেল আর চিনি দিয়ে আবার কিছু সময় বিট করে এবার ময়দা দুধ,বেকিং পাউডার মিশিয়ে দিতে হবে।

এখন আর বিট করার দরকার নাই। চামচ দিয়ে মেশালে হবে।

আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো রং ব্যাবহার করতে পারেন।

এখন রাইস কুকারের পাত্রটি কে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

এর মধ্যে পুরো মিশ্রণটি ঢেলে দিন, ঢাকনা লাগান, প্লাগ লাগান এবং সুইচ জালান।

১ ঘন্টার মত লাগবে কেকটি হতে। তবে সুবিধার কথা হলো কেক টি হয়ে গেলে কুকার এমনি বন্ধ (অফ) হয়ে যাবে।

এভাবেই বানানো হয়ে গেল ঝামেলা ছাড়া সহজ উপায়ে কেক।

এবার নিজেরা চেষ্টা করে দেখুন আর সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.