সৃজনশীল মেধাচর্চায় কাজ করছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান

0

নেজাম উদ্দিন রানা : সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাউজানের ১৬ টি খ্যাতনামা মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সকল সদস্য আলোকিত রাউজান বির্নিমানে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। তিনি আরো বলেন, ফাইনালে দুই স্কুলের বিতার্কিকরা যেভাবে যুক্তি-তর্কে নিজেদের মেলে ধরেছে তাতে করে একদিন এরাই দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।

ফজলে করিম চৌধুরী বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সেন্ট্রাল বয়েজের সদস্যদের মতো তরুণ প্রজন্ম যেভাবে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধাবিকাশে কাজ করছে তাতে করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে।

২৫ জুলাই উপজেলা সদরের এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, ফ্লামিংগো ট্যুরস এন্ড ট্রাভেলসের জেনারেল ম্যানেজার এস এম সাইমন মাহমুদ। সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্টপোষক তরুণ রাজনীতিক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা।

সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যাবস্থাপনায় আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ সমাপনি অনুষ্ঠানে গশ্চি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাউজান আর.আর.এ.সি উচ্চ বিদ্যালয়।২৫ জুলাই উপজেলা সদরের এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনালের জমজমাট লড়াইয়ে সাত পয়েন্টের ব্যাবধানে গশ্চি স্কুলকে পরাজিত করে রাউজান আর.আর.এ.সি উচ্চ বিদ্যালয়। ফাইনাল রাউন্ডে আর আর এ সি উচ্চ বিদ্যালয়ের স্কোর ২২৪ আর গশ্চির পয়েন্ট ২১৭.৫। বিতর্কের ফাইনাল রাউন্ড দেখতে পুরো হলরূম ছিল কানায় কানায় ভরপুর। বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, ছাত্র/ছাত্রী আর অভিভাবকদের উপস্থিতি ছিল উৎসাহব্যাঞ্জক। আর,আর এ সি আর গশ্চি উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা দর্শক আসনে থেকে নিজ নিজ দলকে উৎসাহ দিয়ে গেছেন শেষ অবধি।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘জঙ্গিবাদ নিরসনে আইনের কঠোর প্রয়োগের চেয়ে সামাজিক সচেতনতা অধিক কার্যকরী।

যুক্তি/পাল্টা যুক্তিতে দুই দলের বিতার্কিকদের প্রাণবন্ত বক্তব্য উপস্থিত দশকদের কাছে প্রশংসিত হন। বিচারকদের বিচারে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণাটি যখন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ঘোষণা করছিল তখন উভয় দলের বিতার্কিকরা স্নায়ুচাপে ভূগতে থাকেন। শেষমেষ ফজলে করিম চৌধুরী নাম ঘোষণার সাথে সাথে উল্লাসে ফেটে পড়েন রাউজান আর.আর.এ.সি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হন রানার্স আপ গশ্চি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দলের দলনেতা জান্নাতুল মাওয়া। তিনি সেরা বিতার্কিক নির্বাচিত হওয়ায় ২ দিন ১ রাত স্ব-পরিবারে বিমানযোগে কক্সবাজারে অবকাশ যাপনের সুযোগ দেওয়া হয়। বিচারকের দায়িত্বে ছিলেন দৃষ্টি চট্টগ্রাম এর সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ ও সহ সম্পাদক রিদোয়ান আদনান। প্রতিযোগিতার ফাইনালে উভয় দলের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রপি এবং বিজয়ী দলকে ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেল লিমিটেড এর সৌজন্যে ১ টি ল্যাপটপ তুলে দেন

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ এর আহবায়ক আরিফুল ইসলাম চৌধুরী সোহেল ও মাকসুদুল আলম সুমনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, কামরুল ইসলাম বাহাদুর, মুসলেহ উদ্দিন মোহাম্মদ বদরুল, আহসান হাবীব চৌধুরী হাসান, তপন দে, জয়নাল আবেদিন, ইমরান হোসেন ইমু, অনুপ চক্রবর্তী, সিরাজুল মুনির শাউন, সাফাত খান, ওয়াহেদ বাবলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, যুগ্ন সম্পাদক আসিফ জাহান, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, নির্বাহী সদস্য মোরশেদ আলম, এম.আইয়ুব খান, ফজল করিম, সুব্রত দত্ত, তারেক হাসান, ইকবাল হোসেন, আবু বক্কর আরফাত, জাহিদুল ইসলাম, আনিসুর রহমান, জাগির হোসেন, আবুল হাসনাত জিকু, আরাফাত মাহমুদ, রাকিব উদ্দিন চৌধুরী, ওমর ফারুক মনি, সাহেদ হোসেন, জুনাইদ উল্লাহ, আসিফ আলম, আবু হানিফ টিপু, মেহেদী হাসান আরমান, শাহরিয়ার হোসেইন ইমন, মোহাম্মদ আরমান, মনির খান ইম্পু, শফিউল নেওয়াজ চৌধুরী, জোনায়েত উল্লাহ তুষার, প্রিয়টন দে, রাকিবুল হাসান চৌধুরী, রিফাদুল ইসলাম, রাকিব বিন জাহাঙ্গীর, মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, তাজনবী ইমন, আরিফ আহমেদ, তাওসিফ আহমেদ রাহাত, জাহেদুল ইসলাম ফরহাত, ফরহানুল ইসলাম, ইশতিয়াক কামাল রাকিব, সাজ্জাদ হোসেন, আরমান উদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.