সোনার ভরি ৫০ হাজার টাকা ছাড়াল

0

সিটি নিউজ ডেস্কঃ সোনার দাম আবারও বেড়ে প্রতি ভরি ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার (৯ জানুয়ারী ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী,এখন থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা,২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৫৩৬ টাকা। তবে রুপার দাম বাড়েনি। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন,বিয়ের মওসুমে স্থানীয় বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সোনার দাম বাড়ানো হয়েছে।  সর্বশেষ গত ২৫ ডিসেম্বর সোনার দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সমিতি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.