সৌদিতে বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় শোভাযাত্রা

0

মোরশেদ রানা, সৌদি আরব :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই’মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ রবিবার (২৬ নভেম্বর) আনন্দ শোভাযাত্রা ও পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রথমে দূতাবাস কর্মকর্তা ডঃ মোহাম্মদ নজরুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং কমিউনিটিির অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

এর পর,  দূতাবাস প্রাঙ্গনে প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয় এবং জাতির জনকের সেই ৭ই মার্চের ভাষণ প্রদর্শনের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়, বক্তৃতাকারীরা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভাষণটি আরবিতে অনুবাদ করে  সৌদিআরবে বাংলাদেশ দূতাবাসে রাখার দাবি জানান।

শেষে জাতির পিতা ও তাঁর পরিবারবর্গের জন্য দোয়া করা হয়। উপস্থিত সকলের জন্য আপ্যায়ন ব্যবস্থা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.