সৌদি আরব পৌঁছেছেন ৪১ হাজার ৫৪৮ জন হজযাত্রী

0

সিটি নিউজ ডেস্ক :: পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ৪১ হাজার ৫৪৮ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

আজ সোমবার (২৩ জুলাই) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার (২২ জুলাই) রাত ১১টা পর্যন্ত ৯ দিনে ১১৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন তারা।

পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ২৮৯ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২০ হাজার ৯২২ জন এবং সৌদি এয়ারলাইন্সের ৫৯টি ফ্লাইটে ২০ হাজার ৬২৬ জন মক্কা ও মদিনায় পৌঁছেছেন।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সি হজের কার্যক্রম পরিচালনা করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.