স্কুল ভর্তিতে মায়ের নাম বাধ্যতামূলক করেন শেখ হাসিনা- হানিফ

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সৎ লোকের শাসন ও দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আগামী ২১ মার্চ চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসমাবেশ সফল করার লক্ষ্যে পটিয়া উপজেলা আ’লীগের অংগ সংগঠনের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ২১ মার্চ জনসভা জনসমুদ্রে রূপ নিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, মায়ের অধিকার স্কুল ভর্তিতে মায়ের নাম বাধ্যতামূলক করেন শেখ হাসিনা। আগে এটা ছিল না। এখন সন্তানের নামের পাশে মায়ের নাম লেখা হচ্ছে। এ অধিকার শেখ হাসিনা দিয়েছেন।

উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম, বক্তব্য রাখেন পটিয়ার সাংসদ আলহাজ¦ সামশুল হক চৌধুরী, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান চৌধুরী শেখর, দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোছলেম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, মহিলা আ’লীগের জেলা সম্পাদিকা শামীমা হারুন রূপনা, যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনউদ্দিন হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, সহ-সম্পাদক সালাউদ্দিন মাহমুদ, বদরুল আলম, জুবাইদা গুলশান আরা, জহিরুল ইসলাম, আলমগীর আলম, আইয়ুব বাবুল, আবদুল খালেক চেয়ারম্যান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.