স্বাধীনতার চেতনায় উজ্জীবিত উজ্জীবহয়ে জাতিস্বত্তা রক্ষা করার আহ্বান

0

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে প্রতিনিধি সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪ মার্চ) গাছবাড়িয়া সবুজ সংঘ হলে সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মান্যবর ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলায়মান ফারুকী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন মদিনা শাখার অর্থ সম্পাদক বিশিষ্ট সংগঠক আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নুরুল ইসলাম হিরু।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক ছাত্রসেনা মোঃ জাহেদুল হক। নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ সুন্নি জনকল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দিক আহমদ নঈমী, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক যুবনেতা মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন ছিদ্দিকী, বাংলাদেশ ইসলামী যুবসেনা চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি যুবনেতা মুহাম্মদ এনামুল হক এনাম, সাবেক সভাপতি যুবনেতা মুহাম্মদ শহীদুল ইসলাম, যুবনেতা মুহাম্মদ রিদুয়ান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরুণ সমাজকে ৭১’র চেতনায় উজ্জীবিত হয়ে বাংলার জাতীরসত্তাকে বহুমুখী অগসন ও অপসংস্কৃতিক চর্চা হতে মুক্ত করতে হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সরকারি বেসরকারি সকল স্তরের স্বাধীনতার মুল্যবোধ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। উদ্ভোধকের বক্তব্যে বলেন, বর্তমান অপরাজনৈতিক টেন্ডারবাজি, চাঁদাবাজি, হলদখলের ছাত্ররাজনীতির বিপরীতে আদর্শবান নাগরিক তৈরির লক্ষ্যে সুন্দর শান্তিময় সমাজ বির্নিমানে ছাত্রসেনার কোন বিকল্পনেই। চলমান জঙ্গিবাদ মোকাবেলায় ইসলামের সঠিক দর্শন সুন্নি মতাদর্শ বাস্তবায়নে সকল মেধাবী শান্তিকামী ছাত্রদের ছাত্রসেনার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ছাত্রনেতার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মুহাম্মদ নজরুল ইসলাম ও মুহাম্মদ আব্দুল মুবিন চৌধুরী’র যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মুহাম্মদ ওসমান শাহাদাত, মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভ, মুহাম্মদ সাকিফুল ইসলাম, মুহাম্মদ আবু তাহের, নুর মুহাম্মদ হিরু, আবুল কালাম মানিক, শামসুদ্দীন খোকন, হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মেজবাহ উদ্দীন, মুহাম্মদ ইয়াসিন আরাফাত, মুহাম্মদ মারুফুল ইসলাম, মুহাম্মদ মাহামুদুল হাসান, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, মুহাম্মদ নুর কাদের, নুুুরুল আজম জিকু, রাজিব রিফাত, হাফেজ মুহাম্মদ শহীদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ মহিবুল্লাহ, হাফেজ মুহাম্মদ হাসান প্রমুখ।

সম্মেলনে ২০১৮-১৯ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে মুহাম্মদ নজরুল ইসলামকে সভাপতি, মুহাম্মদ আব্দুল মুবিন চৌধুরীকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ সাকিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ঠ পূনাঙ্গ কমিটি করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.