১৫ আগস্ট ও ৩ নভেম্বর হত্যাকান্ড একই সূত্রে গাঁথা

0

সিটি নিউজ,চট্টগ্রাম : পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা এবং ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যার উপর গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা, এগুলো একই সূত্রে গাঁথা।

গত রবিবার ৪ নভেম্বর বিকাল ৪.৩০ টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে জেল হত্যা দিবস উপলক্ষে ‘রাজনীতির মুক্তমঞ্চ’র আলোচনা সভায় বক্তারা একথাগুলো বলেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহম্মদ। রাজনীতির মুক্তমঞ্চ’র প্রধান সমন্বয়ক কল্যাণ চক্রবর্তী’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ: সম্পাদক কাঞ্চন মহাজন, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরোর ডিভিশনাল ডেপুটি চীফ আলী আহমেদ শাহিন, আওয়ামী লীগ নেতা দীপংকর চৌধুরী (কাজল), বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চিকিৎসক নেতা ডা. অঞ্জন কুমার দাশ।

সবুজ ইশকুল এর অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরীর স্বাগত বক্তব্যের পর আলোচনা করেন বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সুভাষ ঘোষ, সংগঠক টিংকু পালিত, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এস এম সামাদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী পর্ষদের সাবেক সদস্য মো. রায়হানুল কবীর শামীম।

এতে আরও বক্তব্য রাখেন নারী নেত্রী পম্পি দাশ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সহ:সভাপতি মুরশেদুল আলম, সাবেক ছাত্রনেতা রিমন মুহুরী, বিকাশ নাথ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্য নির্বাহী সদস্য বোরহান উদ্দীন গিফারী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ছাত্র সংগঠক অনিন্দ্য দেবসহ বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.