কামরুল ইসলাম দুলুঃ লক্ষীপুরের রামগঞ্জে সরকারের উন্নয়নচিত্র মানুষের কাছে পৌঁছে দিয়ে আলোচনায় এসেছেন সৈয়দ মোজাম্মেল হক মিলন। দেশের ও সরকারের অগ্রগতির চিত্র সাধারন মানুষ দেখে আনন্দিত। মিলনের কারিশমায় দলের মধ্যে ঘাপটি মেরে থাকা চক্রের গাত্রদাহ হচ্ছে ইর্ষনীয় হয়ে।
মিলন মনোনয়ন প্রত্যাশী। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, লক্ষীপুরে আওয়ামী লীগের নির্বাচনি রাজনীতিতে মিলন এগিয়ে আছেন। এদিকে নির্বাচনে মৌসুমী মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় তৃনমুলের নেতাকর্মীরা বিক্ষুদ্ধ। মিলন দু:সময়ের কান্ডারী। তাকেই যেন মনোনয়ন দেওয়া হয়। এমন দাবী তৃনমুল নেতাকর্মীদের।