#হেলমেটধারী #রাজধানীর_নয়াপল্টন
হেলমেটধারী সেই যুবক আটক।
রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় আলোচিত সেই হেলমেটধারী যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার তাকে আটক করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র। পুলিশের গাড়ির ওপর হেলমেট পরে দাঁড়ানো ওই যু্বকের নাম এইচ কে হোসেন আলী ওরফে হৃদয় খান। তিনি রাজধানীর একটি ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি।
https://www.youtube.com/watch?v=ZYo4X3cAugA&feature=youtu.be
#আলোচিত সেই হেলমেটধারী যুবককে আটক
#রাজধানীর_নয়াপল্টন