বাংলাদেশ পুলিশ ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের আরেক নাম। মেধা, যোগ্যতা আর কঠিন প্রশিক্ষনে শানিত পুলিশের সে গৌরবও কখনও কখনও ম্লান হয়েছে। যার পেছনে শক্ত একটি চক্র সক্রিয় রয়েছে।
এই চক্র পুলিশ নিয়োগ পরীক্ষা এলেই তৎপর হয়। যে তৎপরতার আরেক নাম দুর্নীতি। সেই দুনীতি নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান ‘বডি চেঞ্জ’।