বোয়ালখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত
সিটি নিউজ : বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ মাঠ দিবস উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ’র সভাপতিত্বে অনুুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষণ কুমার কারণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, স্কীম ম্যানেজার মমতাজ উদ্দিন। বক্তারা বলেন, আমাদের দেশের উৎপাদিত সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। সরকার প্রদত্ত উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে খরচ অনেকটা কমে এসেছে। খবর বিজ্ঞপ্তি