বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার- নজরুল ইসলাম
নিজস্ব সংবাদাতা, চন্দনাইশ : চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের কল্যানে ১০ টাকায় হিসাব খুলে সহজ শর্তে কৃষি ঋণ, বিনা মূল্যে প্রতি মৌসুমে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, স্বল্পমূল্যে পাওয়ার টিলার বিতরণ, কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি ভাতা প্রদানসহ বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে যা”েছ। এ করোনা ভাইরাসের প্রভাবের মাঝেও কৃষকদের জন্য সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার শাহ আমিন পার্কে জরিপ-১- ২০২০-২১ মৌসুমে আউশ ফসল আবাদ বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার।
বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহাবুবুল আলম খোকা, পৌর আ’লীগ আহ্বায়ক এম. কায়সার উদ্দীন চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।