চুয়েটে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে ‘ভ্যালুয়িং ওয়াটার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0

সিটি নিউজ : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পানিসম্পদ কৌশল বিভাগের আয়োজনে বিশ্ব পানি দিবস-২০২১ উপলক্ষ্যে ‘ভ্যালুয়িং ওয়াটার’ (Valuing Water) শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার (ওয়েবিনার) অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২ মার্চ (সোমবার), ২০২১ খ্রি. সন্ধ্যা ৭.০০ ঘটিকায় উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার।

এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব অনুপম দে ও নির্বাহী প্রকৌশলী জনাব শর্মিষ্ঠা দেবনাথ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব তানজির সাইদ আহমেদ, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী জনাব কেয়া চৌধুরী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব কামরুল হাসান। অনুষ্ঠানে পুরকৌশল ও পানিসম্পদ কৌশল বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ অনলাইনে যুক্ত হন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.