সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় আইনজীবী সমিতির কার্য নিবার্হী পরিষদের নির্বাচন আজ বুধবার ( ৩১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৭ ভোট পেয়ে এড. দীপক কুমার শীল সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি পেয়েছেন ৫৮ ভোট, সাধারণ সস্পাদক পদে ৬৬ ভোট পেয়ে এড. অরুণ কুমার মিএ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি পেয়েছেন ৬০ ভোট, সহ সাধারণ সস্পাদক পদে ৮৩ ভোটে এড, অমিত কুমার ধর নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি পেয়েছেন ৪৩ ভোট।
এখানে শুধু সভাপতি, সাধারণ সস্পাদক ও সহ সাধারণ সস্পাদক পদে নির্বাচন হয়েছে।
বাকী পদ গুলোতে কোনোও প্রতিদ্বন্দ্ধিতা না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৮ জন। তম্মধ্যে সহ সভাপতি এড. মোহাম্মদ ইরা মিয়া, অর্থ সস্পাদক এড.মুহাম্মদ হারুন, পাঠাগার সস্পাদক এড. মো শিহাব উদ্দিন, সাংস্কৃতিক ও আপ্যায়ণ সস্পাদক এড. তানজিমা জাহান. তথ্য ও প্রযুক্তি সস্পাদক এড. সৈয়দ নুরু মোস্তফা, সদস্য এড. ছাদেক হোসেন, এড. মো রোকন উদ্দিন ও এড. রনি চৌধুরী।
পটিয়া আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার জিতেন্দ্র লাল দও বলেন, কার্য নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ১১ জন। পটিয়া আইনজীবী সমিতি সভাপতি এড. দীপক কুমার শীল, সাধারন সস্পাদক এড. অরুণ কুমার মিএ ও সহ সাধারন সস্পাদক এড. অমিত কুমার ধর নির্বাচিত হন।শান্তি শৃঙ্খলা ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ভোট সংখ্যা ১৩৮ জন, পুরুষ ১২৯, নারী ৯ পটিয়া ভোটার ৭২, চট্টগ্রামের ভোটার সংখ্যা ৬৬ জন। মোট ভোট কাস্টস হয়েছে ১২৬ জন বলে জানান।
সিটি নিউজ/ডিটি