নগরে ২৮শ পিস ইয়াবা উদ্ধার, ১টি কার জব্দ, গ্রেপ্তার ২

সিটি নিউজঃ নগরের ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮০০ পিস ইয়াবা ও ১টি প্রাইভেট কারসহ আব্দুস সালাম (২৮) ও মোঃ হাসান প্রকাশ ডিবি হাসান (৪২) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার এলাকায় শহরমুখী প্রাইভেট কারে তল্লাশী চালানো হয়। এসময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ৩৫-০০২৯) থামানোর সিগন্যাল দিলে চালক অমান্য করে চলে যেতে থাকে। পরে কারটিকে আটকানো হয় এবং কারের ভেতর থেকে ২৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কারটি জব্দ করা হয়। আরোহী ২ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়ঃ আব্দুস সালাম (২৮), পিতা-মোঃ দুলাল হোসেন, মাতা-লায়লী বেগম, সাং-নাজিরঘাট (হাকিম কমিশনার বাড়ী), থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, বর্তমানে-গোড়ান, পশ্চিম মাদারটেক, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা ও মোঃ হাসান প্রকাশ ডিবি হাসান (৪২), পিতা-আব্দুল জালাল, মাতা-নুর নাহার, সাং-হাবিরছড়া, বর্তমানে-শ্রীপুর, (আবু লাহাবের বাড়ী), থানা-সাভার, জেলা-ঢাকা।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সিটি নিউজ/ডিটি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img