বোয়ালখালী প্রতিনিধি : উপজেলার পশ্চিম কধুরখীল এলাকা থেকে ১২০ লিটার চোলাই মদসহ মো ইউনুস (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ ।
১৪ এপ্রিল (বুধবার) বিকাল সাড়ে পাঁচটায় তাকে গ্রেফতার করা হয় ।
বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) দিদার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ২নং পশ্চিম কদুরখীল এলাকায় অভিযান চালিয়ে ইউনুস নামে এক যুবককে গ্রেফতার করা হয় । এ সময় তার কাছ থেকে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় ।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা দায়ের করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।
সিটি নিউজ /এসআরএস