জুবায়ের সিদ্দিকী: আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হযে মারা গেছেন গত বছরের জুন মাসে।
মৃত্যুর প্রায় একবছর হতে চলল। এখনও দেশ ও বিদেশের পাঠক, শুভাকাঙ্খি ও শুভানুধ্যায়ীরা তার পরিবারের ও পত্রিকা প্রকাশের ব্যাপারে খোঁজ নিচ্ছেন।
চট্টগ্রামের সংবাদপত্র এজেন্টগণ ও হকার ভাইয়েরা খোঁজ নিচ্ছেন প্রিয় ম্যাগাজিন আজকের সূর্যোদয় কবে বেরুবে। সাধারণ মানুষের এই সহানুভুতি ও সমবেদনাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
দোয়া কামনা করছি তাঁর আত্মার মাগফেরাত কামনায়। গেদুচাচার প্রতি এই শ্রদ্ধাবোধকে জানাচ্ছি কৃতজ্ঞতা।
সিটি নিউজ/জস/এসআরএস