সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য সমাপ্ত নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা নির্বাচনের আগে ত্রাণ সামগ্রী বিতরণ করলেও ভোটের পর প্রায় বিজয়ী কাউন্সিলরগণ চুপসে গেছেন।
মিনি ট্রাকে নিজেদের ছবি ডা্উস আকারে লাগিয়ে চাল-ডাল ন্যায্যমূল্যে বিক্রি করতে দেখা গেলেও ত্রাণ সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া বন্ধ করেছেন অনেকে। মাদারবাড়ী এলাকার বাসিন্দা গফুর মিয়া বললেন, আগে দিতো ভোটের কারনে, এখন লাগের কিল্লাই। ঘাট তারা পারই গিয়ে। স্থানীয় জনগণ বলছেন, এখন ত্রাণে নেই, প্রাণে আছেন।
সিটি নিউজ/জস/এসআরএস