নিজস্ব প্রতিবেদক: রাউজানের মেয়ে ফাহমিদা হক কানাডায় অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (Master degree) ডিগ্রী অর্জন করেছেন জিপিএ ৩.৯ পয়েন্ট পেয়ে।
ফাহমিদা হক ওমান প্রবাসী ওমানস্ত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল হকের একমাত্র মেয়ে। সিরাজুল হক চট্টগ্রাম রাউজান উপজেলার অন্তর্গত পশ্চিম রাউজান গ্রামের বাসিন্দা।
তিনি দীর্ঘ দিন ধরে সপরিবারে ওমান বসবাস করছেন। ফাহমিদা হকের জন্ম ও বেড়ে ওঠা ওমানেই। ওখানে উনি বিভিন্ন সমাজ কল্যাণ কর্মকান্ডে জড়িত ছিল।
আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং প্রত্যাশা করছি আরো উচ্চতর ডিগ্রী লাভ করে দেশের ভাবমূর্তি এবং নিজ গ্রামের সুনাম উজ্জ্বল করবেন, অভিনন্দন আপনাকে এবং আপনার গর্বিত পিতা মাতাকে।
সিটি নিউজ/এসআরএস