বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ’র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ

0

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে গ্রামের হতদরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের ১০ পরিবারের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত টিন বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী।

তিনি বলেন, গ্রামের বেশ কয়েকটি পরিবার ভাঙা ঘরে বৃষ্টির মধ্যে খুবি কষ্টে দিন কাটাচ্ছেন, তাদেরকে আমার ব্যক্তিগত উদ্যেগে প্রায় ১লাখ ৫ হাজার টাকার ২৫ বান ঢেউটিন দেওয়া হয়েছে।

 

উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন সুজা,ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন, ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন, ইব্রাহীম খলীল, নাছির উদ্দিন, জহিরুল ইসলাম, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, আবদুল মজিদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.