জুবায়ের সিদ্দিকী: শাটডাউন বা লকডাউন কোন ডাউনেই পেটের ক্ষুধা নিবারণ করতে পারে না। ক্ষুধা মানেনা লকডাউন বা শাটডাউন।
রাস্তায় চলছে বড়লোকের গাড়ী। গণবরিহন বন্ধ। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পড়ছেন দূর্ভোগে। চট্টগ্রামে ষ্টেশন রোডের ফুটপাতের দোকানী ফজল আলী বলছেন, শাটডাউন-লকডাউন ক্ষুধা মানেনা।
ব্যক্তিগত গাড়ীর নামে দামী দামী গাড়ী সামর্থ্যবানদের চলার সুযোগ দিলেও সাধারণ মানুষের নেই। এই বৈষম্য কেন? সাধারণ মানুষের এই প্রশ্নের জবাব কে দেবে?
সিটি নিউজ/ জস/এসআরএস