সিটি নিউজ : লেখক সাবিনা মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি ব্রেন স্টোক করে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার সময় শনিবার (৩ জুলাই) রাত ৮টায় যাত্রাপথে তিনি মৃত্যুবরণ করেছেন। রোববার বাদে ফজর চট্টগ্রাম নগরীর চৈতন্যগলি মসজিদ সংলগ্নে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে চৈতন্যগলি কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি সাপ্তহিক সকালের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ছিলেন পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যকালে তিনি এক পুত্র ও এক কন্যা রেখে যান। আমরা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মাগফিরাত কামনা করি। আমিন।