জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রামে করোনা রোগীর মৃত্যুর মিছিল বাড়ছে।
হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বেডে বা মেঝেতে কোথাও জায়গা নেই। আইসিইউতে রোগীর চাপ। নগরীতে এ্যাম্বুলেন্স নিরবতা ভেদ করে সাইরেন বাজিয়ে ছুঁটছে। করোনা মহামারীতে অনেকের পরিবারে শুধু কান্নার মাতম আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে।
সাংবাদিক হয়েও মানুষের মৃত্যুর সংবাদ লিখতে গিয়ে হাত কাঁপছে। চোখে জল টলমল করছে। করোনা রোগীদের অনেকের পাশে নেই স্বজন পরিজন। আল্লাহ্ একমাত্র সহায়। নিশ্চয় আল্লাহ্ ক্ষমা করবেন, রক্ষা করবেন।
সিটি নিউজ / জস / এসআরএস