আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় পার্ম স্টেট ইউনিভার্সিটির একটি ভবনে অজ্ঞাত ব্যক্তির গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
আরবিকে নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সোমবার (২০ সেপ্টেম্বর) ওই হামলায় তিনজন নিহত হয়েছেন। তবে টেলিগ্রাফ চ্যানেল ১১২ এর তথ্য অনুযায়ী, হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, হামলাকারীকে আটক করা হয়েছে।
বার্তাসংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
আইএন টিভি চ্যানেলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে জানালা দিয়ে লোকেরা লাফিয়ে পড়ছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইউনিভার্সিটির পেজে জানিয়েছে, পাঠদান ও অফিস চলাকালে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ফলে পাঠদান বাতিল করা হয়েছে।
সিটি নিউজ