বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’কে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার উদ্যোগে এক মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৩ অক্টোবর (বুধবার) মীরপাড়া খানক্বাহ-এ ক্বাদেরীয়া তৈয়াবীয়া তাহেরীয়া থেকে শুরু হয়ে শাকপুরা, ফুলতল, অলি বেকারী, কধুরখীল হাই স্কুল, বাইঘ্যার টেক, ফজল করিম মাজার, আচুরার পুল, ফকিরাখালি হয়ে চরণদ্বীপ মসজিদ ঘাট প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান রিচার্জ সেন্টারের মহা পরিচালক মাওলানা এমএ মন্নান।
এস.এম. ফখরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানী, নেজাবত আলী বাবুল, যুগ্ম সম্পাদক শেখ সালাউদ্দীন, চরণদ্বীপ রজবীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা, গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলার উপদেষ্টা এইচ.এম নুরুল চিশতী, মো. ফরিদ, মো. ববি চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মাওলানা মহিউদ্দীন, মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী, মাওলানা জাহেদুল ইসলাম আল কাদেরী, চেয়ারম্যান শফিউল আজম শেফু, মো. আলম খান,
এস.এম. মমতাজুল ইসলাম চৌধুরী, এস.এম. ফজলুল কবির, এম.এ জলিল, মো. নজরুল ইসলাম, মো. ইদ্রিস বি.কম, মাওলানা বোরহান উদ্দীন, মো. এসকান্দর আলম দিদার, আবু সালেহ মো. সাইফুল হক, মো. দিদারুল আলম, মো. ইব্রাহীম, অলী আহমদ, মোহাম্মদ ওসমান, ইসমাইল সিকদার, জামাল উদ্দিন, জহিরুল ইসলাম, নাজিম উদ্দীন, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আলী মাষ্টার, আতাউর রহমান, আহমদ নবী সওদাগর, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা কাজী মিজানুল কাদের, মো. মুছা সওদাগর প্রমুখ।
সিটি নিউজ