বিনোদন ডেস্ক : স্বনামধন্য নির্মাতা, অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কায়েস চৌধুরী কিডিনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান তিনি। এরপর বাসায় ফিরেন। বাসায় ফিরেই মারা যান তিনি।
তিনি সবাইকে কায়েস চৌধুরীর জন্য দোয়া করতে বলেন।
দীর্ঘদিন ধরেই নির্মাতা ও অভিনেতা হিসেবে কাজ করা কায়েস চৌধুরী উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক।
সিটি নিউজ