বাংলা‌দেশীয় চা সংসদ চট্টগ্রাম অঞ্চ‌লের ক‌মি‌টি গঠন

বাঁশখালী প্রতি‌নি‌ধি: বাংলা‌দেশীয় চা সংসদ চট্টগ্রাম অঞ্চ‌লের চা বাগান ম‌্যা‌নেজার‌দের ক‌মি‌টি গঠন ক‌ল্পে সাধারন ও‌ নির্বাচনীয় সভায় ২০২১ সভা গতকাল শনিবার ফ‌টিকছ‌ড়ি উদা‌লিয়া চা বাগা‌নে অনু‌ষ্টিত হয় ।

 

বাংলা‌দেশ চা সংসদ কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য খোর‌শেদুল আলম কা‌দেরীর সভাপ‌তিত্বে নির্বাচনীয় সভায় ২০২১~২০২৩ সা‌লের জন‌্য ৫ সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হয় ।

 

ক‌মি‌টির চেয়ারম‌্যান নির্বা‌চিত হন ফ‌টিকছ‌ড়ি উদা‌লিয়া চা বাগা‌নের ব‌্যবস্থাপক (‌মোস্তফা গ্রুপ) মোঃ র‌ফিকুল ইসলাম, ভাইস চেয়ারম‌্যান চাঁদপুর বেলগাঁও চা বাগা‌নের ব‌্যবস্থাপক (সি‌টি গ্রুপ)‌মোঃ আবুল বাশার, সদস‌্যরা হ‌লেন ,রাঙ্গাপা‌নি চা বাগা‌নের ম‌্যা‌নেজার উৎপল বিশ্বাস, ফ‌টিক ছ‌ড়ি আন্দার মা‌নিক চা বাগা‌নের ম‌্যা‌নেজার আখতারুজ্জামান, না‌সেহা চা বাগা‌নের ম‌্যা‌নেজার ম‌নির হায়দার ।

 

নির্বা‌চিত সদস‌্যরা ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক‌মি‌টির দা‌য়িত্ব পালন কর‌বেন । এ সময় উপ‌স্থিত সদস‌্যরা চা বাগা‌নের প‌রিচর্চার মাধ‌্যমে মান বৃ‌দ্ধি সহ সা‌র্বিক ভা‌বে বাগা‌নের উন্নয়‌নে কাজ ক‌রে যাওয়ার আহবান জানান ।

সিটি নিউজ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img