বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীর ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে বাবাজান কেবলা হযরত শাহসুফী ইসলাম মওলা (ক.)’র ৩৯তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা ২৬ অক্টোবর (মঙ্গলবার) বাদ এশা তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনায় দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
একই দিনে প্রস্তুতি সভার সাথে জনাব কেবলার বিবি ছাহেবা উম্মুল আশেকীনের ফাতিহা শরীফ অনুষ্ঠিত হবে।
আহলা দরবার শরীফের নায়েবে মোনাজেম শাহাজাদা মুফতি সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদের সার্বিক পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করবেন আহলা দরবার শরীফের সাজ্জাদনশীন পীরে তরিক্বত হযরত শাহসূফী সৈয়দ মোহাম্মদ এমদাদুল ইসলাম (ম.)।
উক্ত সভায় তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মো: আনিসুর রহমান লিপন সকল আশেকান ভক্ত বৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।
সিটি নিউজ