সিটি নিউজ,চট্টগ্রাম : সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে চৌধুরী রাসেল ছুটে বেড়িয়েছেন শহর থেকে গ্রামে। তুলে এনেছিলেন জনদুর্ভোগ, নানা সংকটের চিত্র। কর্ম আর সদাচরণের মধ্য দিয়ে সবার মন জয় করতে পেরেছিলেন রাসেল। কিন্তু অল্প বয়সে তার মৃত্যু অপূরণীয় এক ক্ষতি।
বুধবার ২৭ ফেব্রুয়ারী বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ‘চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রাম’ আয়োজিত সদ্যপ্রয়াত সাংবাদিক চৌধুরী রাসেল স্মরণে নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, তরুণ সাংবাদিক হিসাবে রাসেল মেধার স্বাক্ষর রেখেছে।
চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি জামসেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হোসাইনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট উদীচী চট্টগ্রামের সভাপতি জসীম চৌধুরী সবুজ, কবি, নাট্যকার ও প্রাবন্ধিক অভীক ওসমান, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, সিপ্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু।
বক্তব্য রাখেন চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিটু, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফোরক আহমেদ, সাংবাদিক দেলোয়ার হোসেন, চন্দনাইশ ছাত্র সমিতির সভাপতি বোরহান উদ্দিন গিফারি, সিটি কর্পোরেশন অস্থায়ী কর্মচারী পরিষদের আহবায়ক আবু তাহের, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলীউর রহমান এবং রাসেলের পরিবারের পক্ষে ভগ্নিপতি জামাল হোসেন ও বড় ভাই আবদুল্লাহ সুমন চৌধুরী রুবেল বক্তব্য রাখেন।