গোলাম সরওয়ার,সিটি নিউজ: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশী সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র দ্বি বার্ষিক নতুন কমিটির অভিষেক, সাংস্কুতিক অনুষ্ঠান ও প্রবাসী সম্মাননা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭মে) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই হোটেল রয়েল কর্নকর্ডের বলরুমে পবিত্র কোরআন তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা করা হয়।
রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান আলোচক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্ঠা,বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক, ডিবিসি নিউজের চেয়ারম্যান ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক সাংবাদিক ফোরামের শীর্ষনেতা ইকবাল সোবহান চৌধুরী,বিশেষ অতিথি ভারতের নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক শাবান মাহমুদ ও স্যাটেলাইট নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা।এরপর নতুন কার্যনির্বাহী কমিটিকে উত্তরীয় পরিয়ে দেন অতিথিবৃন্দ।
এসএ টিভির আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নিউজ ২৪ টেলিভিশনের আমিরাত প্রতিনিধি আবদুল আলীম সাইফুলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর। বিশেষ অতিথি বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।ওমেন এসোসিয়েশন দুবাই সভানেত্রী, ইউএই ডিপ্লোম্যাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিসেস আবিদা হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবুধাবী সি প্লাস টিভি প্রতিনিধি সনজিত কুমার শীল।
এসময় উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান,প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার,দ্বিতীয় সচিব বদরুল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরইউ সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব সৈনিক, নেফলেক্স গ্রুপের চেয়ারম্যান একে আজাদ,সিআইপি ইব্রাহিম উসমান আফলাতুন,বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ রাজা মল্লিক,দুবাই বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন,বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম এসোসিয়েশন ইউএই সাধারণ সম্পাদক এইচ এম শওকত আলী মোল্লা,স্পাইস রেস্টুরেন্টের সত্তাধিকারী ইসহাকসহ আমিরাত কমিউনিটির ব্যাক্তিবর্গ।
সাংবাদিক ফোরামের শীর্ষনেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন,রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নতুন কমিটির শপথ গ্রহনের বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ। শপথের মাধ্যমে তারা ন্যায় নীতি এবং জবাবদিহীতার আওতায় অঙ্গীকারবদ্ধ। স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। যে রাষ্ট্রে সাংবাদিকতা যত নিরাপদ ও স্বাধীন হবে সেই রাষ্ট্র তত এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে। সঠিক তথ্য ছাড়া সংবাদ করা যাবে না। প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন সংবাদ যেন না হয়। দেশের উন্নয়ন অগ্রগতির কথাও লিখবেন। অন্যায়ের বিরুদ্ধে অসহায়দের পক্ষে কলমের শক্তি চলমান থাকবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কে কোন মতাদর্শে বিশ্বাসী, সেটা বিবেচনা না করে সবাইকে এক সঙ্গে কাজ করা দরকার। তাহলে পেশার মান বাড়বে এবং সবাই সমৃদ্ধ হবেন।
নয়াদিল্লী বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক শাবান মাহমুদ বলেন,আমাদের স্বাধীন সার্বভৌম ও রাষ্ট্রের স্বাধীন পতাকা বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। আপনারা মনে রাখবেন সাংবাদিকতা মহৎ পেশার পাশাপাশি একটি সম্ভাবনাময় পেশা। এ উজ্জল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আপনাদেরকে সবার আগে আত্মমর্যাদাশীল হতে হবে, পেশাদার হতে হবে,নিরেপক্ষ হতে হবে। তবে নিরেপক্ষতার নামে নির্লিপ্ত হলে চলবে না। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অনুসন্ধানী প্রতিবেদন করতে হবে এবং সবার সাথে পেশাধারীত্বের মাধ্যমে সুসম্পর্ক রক্ষা করতে হবে। পেশাধারীত্বকে বিতর্কিত করে যদি আপনারা আত্মউন্নয়নের জন্য এ সাংবাদিকতাকে শুধুমাত্র সুযোগ সন্ধানী পেশা হিসেবে গ্রহণ করেন তাহলে আপনারা দয়া করে এ পেশা থেকে নিজেকে বিরত রাখবেন এটা আমার অনুরোধ।
প্রধান অতিথি রাষ্ট্রদূত মো. আবু জাফর তার বক্তব্যে রিপোর্টার্স ইউনিটি ইউএই নতুন অভিষিক্ত কমিটিকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা । গ্রুপিং ও বৈষম্য প্রত্যাহার করে প্রবাসে সকল সাংবাদিককে একটি শক্তিশালী টিম গঠন করে সাধারণ জায়গা তৈরী করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রাষ্ট্রদূত বলেন, আমাদের প্রত্যাশা সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে সফল প্রবাসী নারী শ্রমিক,তরুণ উদ্যোক্তা ব্যাবসায়ীদের সম্মাননা প্রদান, কিঞ্জণ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় ফোক গানের শিল্পী তামান্না হক,শিল্পী সামিদা চৌধুরী পপি,শিল্পী আরেফিন আকাশ সংগীত পরিবেশন করেন।
অভিষেক অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠাপোষকতা করেন ভাইয়া গ্রুপ।
রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নতুন কমিটির সদস্যদের মধ্যে অভিষেকে আরো উপস্থিত ছিলেন বিআরইউ উপদেষ্টা স্বাধীন টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহবুব হাসান হৃদয়, প্রবাস মেলা দুবাই প্রতিনিধি বিআরইউ সহ সভাপতি মহিউল করিম আশিক, মাইটিভি আমিরাত প্রতিনিধি বিআরইউ সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান সোহেল,বিআরইউ দপ্তর সম্পাদক মাদ্রাজি মুন্না,আরব বাংলা টেলিভিশনের আমিরাত প্রতিনিধি বিআরইউ প্রচার সম্পাদক সাগর দেবনাথ, দৈনিক সময়ের কলম এর আমিরাত প্রতিনিধি বিআরইউ অর্থ সম্পাদক এ কে আজাদ রনি, সিটি নিউজের নির্বাহী সম্পাদক বিআরইউ তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলাম সরওয়ার,বিআরইউ আপ্যায়ন সম্পাদক মো: মামুন অর রশিদ,সংগঠনের নির্বাহী সদস্য দৈনিক বাংলা অধিকার এর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের সহকারী সম্পাদক সাগর চন্দ্র স্বপন,নির্বাহী সদস্য কিউ টিভির আমিরাত প্রতিনিধি ও প্রতিদিন বাংলাদেশের দুবাই প্রতিনিধি মোহাম্মদ রিদওয়ান ও নবাগত সদস্য মোহাম্মদ জাহেদ হোসাইন,মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রাসেল আহম্মেদ প্রমুখ।