সাবেক উপদেষ্টা জিল্লুর রহমানের নামে ভুয়া ফেসবুক আইডি!

সিটি নিউজ:শিক্ষাবিদ,অর্থনীতিবিদ,পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ব্র্যাক বাংলাদেশের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে।
অসৎ উদ্দেশ্য হাসিল করতে কে বা কারা এসব আইডির মাধ্যমে বিভিন্নজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ম্যাসেজ পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
শনিবার (১৫ জুলাই) বিকেলে এ সংক্রান্ত বিষয়াদি লিখে তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ‘সতর্কবার্তা’ পোস্ট দিয়েছেন।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ফেসবুক কর্তৃপক্ষকে সঠিক ব্যাবস্থা নেওয়ার জন্য ভুয়া ফেসবুক আইডির বিষয়ে জানানো হয়েছে। তার নামে খোলা সকল সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক আইডি ভুয়া। এসব ভুয়া ফেসবুক আইডির ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া না দেওয়ার জন্য এবং এসব আইডির মাধ্যমে কেউ প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে সকলের প্রতি অনুরোধ করা হলো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img