গোলাম সরওয়ার,সিটি নিউজ : শিক্ষাবিদ,অর্থনীতিবিদ,পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ব্র্যাক বাংলাদেশের চেয়ারম্যান ড.হোসেন জিল্লুর রহমান স্যারের ৭২তম জন্মদিন আজ।
১৯৫১ সালের ২৬ জুলাই চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ঐতিহ্যবাহী মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম ডাক্তার আবদুল মতিন ও মাতা মরহুমা রত্নাগর্ভা জোহরা বেগম। চার ভাই ও ২ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আলোকিত মানুষের শুভ জন্মদিনে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
উল্লেখ্য, তিনি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, যুক্তরাজ্য আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ,ডেনিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা,সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা,টেকসই উন্নয়ন কমিশন,অ্যাকশন এইড, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার পরামর্শদাতা ছিলেন।