লোহাগাড়ায় ৩ চোরাই সিএনজি উদ্ধারসহ চক্রের এক সদস্য গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে চোরাই সিএনজি অটোরিকশা চোর চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতারসহ ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ই অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের জোনাবীরপাড়া সাকিনস্থ কাজীর পুকুরপাড় নুরুল কবির কোম্পানির মালিকানাধীন শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে অভিযান পরিচালনা করে।

এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত ৩টি সিএনজি অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় চোর চক্রের সদস্য ওয়ার্কসপের ম্যানেজার লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরবেশহাট মাওলানাপাড়ার মোস্তাক আহম্মদের পুত্র তামজিদ হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়।

মামলার বাদী লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, চক্রটি জেলার বিভিন্ন এলাকা থেকে চোরাই সিএনজি অটোরিকশা এনে তাদের শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে ইন্জিন নাম্বার, চেসিচ নাম্বার মুছে ফেলে, এরপর সিএনজি অটোরিকশার বিভিন্ন পার্টস এবং রঙ পরিবর্তন করে বিক্রি করে আসছিলো, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করাসহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img