মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রাজিব মোহাম্মদ রনি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় এই ঘটনা ঘটে। রনি জোরারগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খিলমুরারী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজিব মোহাম্মদ রনি ইস্পাত তৈরির বিএসআরএম থেকে উিউটি শেষে বাড়ি ফেরার পথে সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় ট্রেনে কাটা পড়ে। পরবর্তীতে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা পরিবারের কাছে লাশ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।

চিনকি আস্তানা রেল স্টেশন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, আমি আজকে দুইদিন অফিসের কাজে শহরে আসছি। এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।

যোগাযোগ করা হলে রেলওয়ে সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img