উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হতাহতদের বহনকারী বাসটি ভুট্টা বহনকারী একটি ট্রাক্টর-ট্রেলারের পেছনের অংশের সাথে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
জাকাতেকাস ন্যাশনাল গার্ডের সমন্বয়কারী জুয়ান মানরিকেজ মোরেনো এক ভিডিও বিবৃতিতে বলেছেন, যাত্রীবাহী বাসটি ট্রলারের সাথে ধাক্কা খেয়ে ডান পাশে উল্টে যায়।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, তারা ট্রাক্টর-ট্রেলারের চালককে গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছেন।
একজন স্থানীয় সরকারি কর্মকর্তা বলেছেন, শনিবার সকালে একটি উপত্যকায় পড়ে থাকা কিছু মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত ছিলো।
সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী দল এবং সামরিক বাহিনীর সদস্যসহ নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধারকারীরা মৃতদেহ উদ্ধারে কাজ করছে।
রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত এই বাসটি চিহুয়াহুয়া প্রদেশের মার্কিন-মেক্সিকো সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিলো। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্য অনুসারে, ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনো অভিবাসী নেই।
এরআগে ২০২১ সালে দেশটির চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনায় ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।