সেমিফাইনালের আগে ফুটবলারদের মনযোগ নষ্টের অভিযোগ কোচের

ভুটানের বিপক্ষে সেমিফাইনালের আগে আবারো আলোচনায় বাংলাদেশ দলের অন্তঃকোন্দল। ফুটবলারদের মনযোগ নষ্টের ঘোরতর অভিযোগ তুলেছেন কোচ পিটার বাটলার। এই ব্রিটিশ কোচের কাঠগড়ায় সাবিনাদের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন।

অভিযোগের তীর ছোটনের দিকে ছুড়েই ক্ষান্ত থাকেননি বাটলার, বলেছেন, এ ঘটনায় মাঠের খেলায় মনযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছে ফুটবলারদের। তবে, ভিন্ন মত ফুটবলারদের। ভুটান বেশ শক্ত প্রতিপক্ষ হলেও জয়েই চোখ বাংলাদেশ দলের।

আর মাত্র দুইটা ম্যাচ। সেমি ফাইনালের বাধা পেরোতে পারলেও আবারো শিরোপা জয়ের খুব কাছে চলে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। পরিচিত প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে যখন অতীত পরিসংখ্যান, ফুটবলারদের ফর্ম কিংবা মাঠের উত্তাপ আলোচনায় থাকার কথা তখন ভিন্ন এক ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলে অন্তকোন্দলের গুঞ্জন আরো একবার মাথা চাড়া দিয়ে উঠলো। যে মন্তব্য করেছেন খোদ দলের কোচ পিটার বাটলার।

পাকিস্তানের বিপক্ষে ড্র করে এবারের সাফের মিশন শুরু করা বাংলাদেশ দলকে নিয়ে আলোচনা থামছেই না। ব্রিটিশ কোচ পিটার বাটলার নাকি সিনিয়র ফুটবলারদের পছন্দ করেন না। এমন মন্তব্য আর অস্থিরতার প্রেক্ষিতে এবার গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বাটলার। জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের দিকে ছুড়েছেন অভিযোগের তীর। তার ইন্ধনেই নাকি ফুটবলারদের সঙ্গে বাড়ছে কোচের দূরত্ব।

বাংলাদেশের কোচ পিটার বাটলার বলেন, ‘বাফুফের সঙ্গে জড়িত মানুষ, সাবেক কোচ, সাবেক জাতীয় দলের কোচ মেয়েদের মনোযোগ নষ্টের চেষ্টা করে। মেয়েদের খেপিয়ে তোলার চেষ্টা করে। এমন তথ্য মেয়েদের দেয়, যেটা সত্য নয়। এটা কি ঈর্ষা থেকে নাকি নিরাপত্তাহীনতা থেকে করে, সেটা আমি জানি না। দলকে ফাইনালে তুলতে হলে এ ধরনের কার্যক্রমে তা কঠিন হয়ে যায়। এটা পেশাদারিত্বের মধ্যে পড়ে না।’

তবে, এসব ভুলেও মাঠের খেলাটাই গুরুত্বপূর্ণ ফুটবলারদের কাছে। ভুটানের জালে ভুরিভুরি গোল দেয়ার ইতিহাস থাকলেও, বদলেছে দৃশ্যপট। দলটার উন্নতি স্পষ্ট চলতি টুর্নামেন্টে। তাই অতি আত্মবিশ্বাসী না হয়ে নিজেদের সেরাটা দিয়েই মাঠে পারফর্ম করার লক্ষ্য ফুটবলারদের। আর ভুটানের লিগে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ফুটবলারের সম্প্রতি খেলার অভিজ্ঞতা থাকায় কিছুটা সহজ হবে এই ম্যাচ বলে মানছেন খেলোয়াড়রা।

 

তবে ম্যাচের আগে আরো এক অস্বস্তির খবর আছে দলের জন্য। নেপালের আর্মি হেডকোয়ার্টার মাঠে অনুশীলনে এদিন দেখা মেলেনি অধিনায়ক সাবিনা খাতুনের। জ্বর থাকায় আসেননি অনুশীলনে, তবে তার শরীরের অবস্থার ওপর নির্ভর করবে সেমিফাইনালে তাকে মাঠে পাওয়া যাবে কিনা। কোচ বলেন, ‘মানুষ যতটা সহজ মনে করছে, খেলাটা ততটা সহজ হবে না। ভুটান অনেক উন্নতি করেছে। বিনয়ী থাকতে হবে। এটা টেকনিক্যাল বিষয় নয়। এই বিবেচনায় আমরা এগিয়ে। আমাদের ফুটবল দিয়ে আমরা তা প্রমাণ করেছি। সাবিনার জ্বর আছে, যে কারণে সে অনুশীলনে যোগ দেননি। তবে আশা করছি সুস্থ হয়ে মাঠে ফিরবেন।’

এবারের সাফে অংশগ্রহণের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলা হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img