চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গাছবাড়িয়া-বরকল-আনোয়ারা সড়কের কালিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সড়কে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।

দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির মাথার মগজ বের হয়ে গেছে। এছাড়াও তার মুখমণ্ডল সম্পূর্ণ তেতলে গেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভোররাতে যে কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। চন্দনাইশ থানার পুলিশ সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি মারা গেছে বলে ধারণা করছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img