হাটহাজারীতে অগ্নিকাণ্ডে লেপ-তোষকের দোকান পুড়ে ছাই

হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১ টার দিকে পৌরসভার মুরগীহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর একটার দিকে উল্লেখিত স্থানের একটি লেপ তোষকের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই একটি দোকানের সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এবং পেছনের থাকা দোকানের গোডাইনে রক্ষিত মালামাল আগুনে পুড়ে ক্ষয় ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত দোকান আশেপাশের লোকজন জানায়,দোকান কর্মচারীদের অবহেলার কারনে হযতো এ ঘটনা ঘটেছে। তারা বলেন প্রায় প্রতিবছরই উল্লেখিত স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরও মানুষ সচেতন হয়না। এ অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান বেলা ২ টার দিকে বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে এবং আমি এখনো ঘটনাস্থলে আছি, দোকানের সাইনবোর্ডও পুড়ে গেছে। সব তথ্য পরে জানাবেন বলেও জানান তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img