নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙ্গামাটি

রাঙ্গামাটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগামী ১ নভেম্বর থেকে জেলাটিতে পর্যটকদের আগমনের ওপর সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দ্বিধায় রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন বলে জানান তিনি।

এসময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বার্গী লেক ভ্যালীর স্বত্বাধিকারী বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ জেলার পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পর্যটকদের বরণের প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারি পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে আসা পর্যটকদের আতিথেয়তায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এর আগে পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ৭ অক্টোবর বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসকরা যুগপৎভাবে এক বিজ্ঞপ্তি দিয়ে ৮-৩১ অক্টোবর পর্যন্ত এই তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত’ করেন।

এদিকে রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এখনও অশান্ত খাগড়াছড়ি জেলা। বুধবার খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত হয়েছেন। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে দাবি করেছে সংগঠনটি।

ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য মুখোশধারী সন্ত্রাসীদের দায়ি করে জানান, এর প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img