খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

খাগড়াছড়ির পানছড়ির লতিবানে প্রতিপক্ষের গুলিতে তিন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী হত্যার প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অবরোধ সকাল ৬টা থেকে শুরু হয়; একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ দিকে অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ বাসগুলো ভোরে শহরে প্রবেশ করে। এখন পর্যন্ত কোথাও পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের তিন সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ইউপিডিএফের এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ সংঘাত ও বৈষম্যবিরোধীদের মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img