কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা ও স্থানীয় সাত কৃষক মুক্ত হয়েছেন। সূত্র বলছে, মুক্তিতে জনপ্রতি ৯ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে। তবে এ নিয়ে পরিবারগুলোর কেউ কথা বলতে রাজি হননি।
সোমবার ভোরে উপজেলার কানজর পাড়া পাহাড় থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী জানান, অপহৃত সবাই ঘরে ফিরেছেন। তবে তারা মুক্তিপণের বিষয়টি আড়াল করছেন। তারা ধারণা, মুক্তিপণ ছাড়া ছেড়ে দেওয়ার কথা নয়।
এ ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন একাত্তরকে বলেন, অপহৃতরা ঘরে ফিরেছেন। তবে মুক্তিপণের বিষয়টি জানেন না।
এর আগে শনিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এরপর পরিবারে মুক্তিপণ চায় অপহরণকারীরা।