চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (৫ নভেম্বর) ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
ইনজুরি নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকায় দুই ম্যাচের স্কোয়াডেই আছেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ।
চলতি মাসের ১৫ তারিখ ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ২০ নভেম্বর সকাল ছয়টায় ঘরের মাঠে পেরুর বিপক্ষে নামবে মেসি-মার্টিনেজরা।
আসন্ন বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জয় এবং একটিতে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিনে থাকা উরুগুয়ে এবং চারে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৬ করে।
আর্জেন্টিনার স্কোয়াড:
এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুয়ি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, নেহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, এনজো ব্যারেনেচিয়া, তিয়াগো আলমাদা, নিকোলাস পাস, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন কারবোনি, ফ্যাকুন্ডো বুওনানোত্তে।