নৌকার পক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গণসংযোগ

0

কারেন্ট টাইমসঃ উন্নয়ন ও অগ্রগতির কথা বিবেচনায় নিয়ে দেশের জনগণ আবারো নৌকা প্রতীকে রায় দিবেন বলে আশা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সংস্কৃতি কর্মীরা।

আজ বুধবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়াতাধীন সকাল থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ, কোতোয়ালী, বাকলিয়া, বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, হালিশহর এলাকার সংসদীয় আসনের নৌকা পদপ্রার্থী ব্যারিষ্ট্রার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ডা.আফসারুল আমীন, এম এ লতিফ এর পক্ষে প্রচারনা পত্র বিলি ও সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র প্রদর্শন ও গণসংযোগকালে উপস্থিত ভোটারদের উদ্দেশে তাঁরা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কাজ এখন দৃশ্যমান, যা সারা বিশ্বে ব্যাপক প্রশংসিত।

এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তারা আরো বলেন, দেশের গরীব বিধবা এবং তরুন-যুবকদের দিকে তাকালে কোথাও উন্নয়নের ঘাটতি পাবেন না। দেশের কর্মসংস্থান বেড়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এসব বিবেচনা করেই জনগণ নৌকায় ভোট দেবে।

গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন চালিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের দু:খ-দুর্দশা লাঘব করেছেন,তা অভূতপূর্ব। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল সংস্কৃতিকর্মীরা ও জনগণ সকল সংসদীয় আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, সাধারন সম্পাদক খোরশেদ আলম, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, শিল্পী কাজল দত্ত, দিলীপ দাশ, রুপম মুৎসুদ্দি টিটু, সুজিত চৌধুরী অপু, সংস্কৃতি কর্মী আফরোজা আকতার পবি, শারমিন আকতার শিলা, সামসুন নাহার পপি, মাসুদ উদ্দিন হামেদ নেওয়াজ, সুমন চৌধুরী, তন্ময় বড়ুয়া, সাইফুদ্দিন মাহমুদ, জালাল উদ্দিন রানা, তানভিরুল ইসলাম নাহিদ, আমিরুল ইসলাম রুবেল, কায়সারুল আলম, আবু মোহাম্মদ নোমান, মোহাম্মদ সেলিম উদ্দিন, আশরাফদ্দিন আরজু, মহিবুর রহমান টিটু, কেয়া চৌধুরী, সাহেল আহমেদ, আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম , সফিকুল ইসলাম সফিক, নারায়ন দাশ, সঞ্জিব চৌধুরী প্রমুখ।

আফসারুল আমীনের নগরীর হালিশহর সবুজবাগ,এইচ ব্লক,কে ব্লক, মৌসুমী আবাসিক এলাকা, এম এ লতিফ এর পক্ষে আগ্রাবাদ, মুহুরী পাড়া, দাইয়্যা পাড়া, কমার্স কলেজ রোড, মাঝির ঘাট, মাদারবাড়ী মালুম মসজিদ, ব্যারিষ্ট্রার নওফেলের পক্ষে পাথরঘাটা ইকবাল রোড, আশরাফ আলী রোড, খাতুনগঞ্জ, বকশির হাট, দক্ষিণ বাকলিয়া, কোরবানী গঞ্জ, মিয়াখান নগর, বলুয়ার দিঘী, মাষ্টারপুল, ঘাট ফরহাদবেগ, খলিফা পট্টি, সিরাজদ্দৌলা রোড, জামাল খান, সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসে সমাপ্ত হয়। গনসংযোগ কালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পায়ে হেঁটে সম্মানীত ভোটারদের কাছে নৌকা প্রতীক সম্মলিত প্রার্থীদের পরিচয়পত্র ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারনা পত্র তুলে দেয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.