সিটিনিউজবিডি :
ফুলকি:
দিনব্যাপী প্রাক্তনীদের প্রীতি সম্মিলন ফুলকি কার্যালয়ে, বিকেলে ডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ:
বর্ধিত সভা, বিকেল চারটায় আন্দরকিল্লাহ দলীয় কার্যালয়ে।
বাতিঘর:
বই আলোচনা, বিকেল চারটায়, বাতিঘরে
একুশে বইমেলা পরিষদ:
বইমেলার প্রস্তুতি সভা, বিকেল চারটায়, জামালাখানস্থ রীমা কনভেনশন হলে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ:
সবর্ধনা প্রস্তুতি কমিটির সভা বিকেল তিনটায় কলেজিয়েট স্কুলে।
সৈয়দ নূর আহম্মদ নুরুল্লাহ:
খোশরোজ শরীফ দুপুর ১২টায় ফতেপুর বাগে নুরুল্লায়।
কুতুব শরীফ দরবার:
বার্ষিক ফতেহা ও ওরশ শরীফের প্রস্তুতি সভা বাদে মাগরিব কুতুব শরীফ দরবার।
নাছিরাবাদ খানকায়ে কাদেরীয়া চিশতিয়া নূরীয়া:
দোয়া মাহফিল নাছিরাবাদ সরকারি মহিলা কলেজস্থ আহলা দরবার শরীফের খানকায়।