কুমিল্লা: কুমিল্লার ময়নামতি-লালমাই অংশে যাত্রিবাহী ট্রেন নাছিরাবাদ এক্সপ্রেস’র ২টি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাড়ে ৪ ঘণ্টা পর ফের ঢাকা- চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৮ মে) দিনগত রাত পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত সোয়া ১০টার দিকে ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লা রেলস্টেশনে যাত্রা বিরতি শেষে কুমিল্লা স্টেশন ছেড়ে ময়নামতি-লালমাই অংশের জাঙ্গালিয়া এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনের দু’টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।
এর আগে শুক্রবার ( ৮ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের কাছে পেরুল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেনের (মিলিটারি স্পেশাল ট্রেন) ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।
এ ঘটনায় চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরের সঙ্গে ঢাকা, সিলেটসহ দেশের ৬টি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সেখানেও লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে তৎপরতা চালিয়ে রাত ৮ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
ওই ঘটনার তিন ঘণ্টা পর শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে ফের ট্রেনের চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটে।